ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দর সংশোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
দর সংশোধন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক কার্যদিবসে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর বাড়ার পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সংশোধন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭০৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১১০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- পদ্মা অয়েল, গ্রামীণফোন, মবিল যমুনা, বিএসআরএম স্টিল, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, লাফার্জ সুরমা, ডেল্টা লাইফ, বেক্সিমকো ও এসিআই লিমিটেড।

লেনদেন হয় মোট ৬৬৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৮৩৮ কোটি ১৮ লাখ টাকা।  

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১২২ পয়েন্ট হয়।

বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৪১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৯ পয়েন্ট হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ১১৩ পয়েন্ট হয়।

দুপুর ১টা ৪০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৮ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১১ হাজার ৭৬৯ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

লেনদেন হয় মোট ৪১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৫২ কোটি ২৩ লাখ টাকা।      

বাংলাদেশ সময় : ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪/আপডেটেড : ১১৫৩ ঘণ্টা/আপডেটেড : ১২৪১ ঘণ্টা/আপডেটেড : ১৩৪৭ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।