ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সিএসইর লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সিএসইর লেনদেন

ঢাকা: দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন এবং দাফতরিক কার্যক্রম আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পাঁচদিন বন্ধ থাকবে।

সোমবার সিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।



ঈদ-উল-আযহা উপলক্ষে সিএসইর লেনদেন এবং দাফতরিক কার্যক্রম আগামী ০৫ অক্টোবর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া ১০ ও ১১ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় এই দুইদিনও বন্ধ থাকবে।  

আগামী ১২ অক্টোবর থেকে সিএসইতে লেনদেন এবং দাফতরিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

এদিকে, ঈদ উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও দাফতরিক কার্যক্রম ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ সময় : ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।