ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফাইন ফুডসকে এক লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
ফাইন ফুডসকে এক লাখ টাকা জরিমানা

ঢাকা: ৩০ জুন, ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য দেওয়ায় ফাইন ফুডস লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫২৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেলে কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে চারটি আইন লঙ্ঘন করেছে। সেগুলো হলো- বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড-২ ও ১২, ১৯৯৪ সালের কোম্পানি আইনের সিডিউল ১১-এর প্রভিশন পার্ট-১, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর রুল ১২(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর সেকশন ১৮।

আর্থিক বিবরণীতে অসত্য তথ্য সরবরাহের মাধ্যমে উপরোক্ত চারটি আইন লঙ্ঘন করায় কোম্পানিটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আর্থিক প্রতিবেদনের অসামঞ্জস্যতা আগামী আর্থিক প্রতিবেদনে সংশোধনেরও নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।