ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

গুজবে কান না দিয়ে মৌলভিত্তির শেয়ার কেনার পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
গুজবে কান না দিয়ে মৌলভিত্তির শেয়ার কেনার পরামর্শ

ঢাকা: শেয়ারবাজারের স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে মৌলভিত্তির সিকিউরিটি কেনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫২৮তম সভায় বাজারের বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়।

এতে বিনিয়োগকারীদের এই পরামর্শ দেওয়া হয়।

বিকেলে কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

বাংলাদেশ সময় : ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।