ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চাঙা মেজাজে সপ্তাহ শেষ

ডিএসইর সূচক ৫ হাজার পয়েন্টে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
ডিএসইর সূচক ৫ হাজার পয়েন্টে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারও চাঙা মেজাজে লেনদেন শেষ হয়েছে। এদিন মূল্যসূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও।

এদিন প্রথম বারের মতো  ডিএসইর ব্রড ইনডেস্ক বা ডিএসইএক্স সূচক ৫ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়।  

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইতে সাধারণ সূচকের পরিবর্তে চালু হয় ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক। ওই দিন ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৫৫ পয়েন্টে। এর পর চলতি বছরের ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার প্রথম বারের মতো এই সূচক ৫ হাজার পয়েন্ট ছুঁয়েছে। যদিও ওইদিন লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫ হাজার পয়েন্টের নিচে স্থির হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮১ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- মবিল যমুনা, অ্যাক্টিভ ফাইন, আরএসআরএম স্টিল, গোল্ডেন সন, গ্রামীণফোন, এসিআই ফর্মুলেশন, এসিআই, ডেল্টা লাইফ, বিএসআরএম স্টিল ও লাফার্জ সুরমা।

লেনদেন হয়েছে মোট এক হাজার ১০৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ৯৩২ কোটি ৮৮ লাখ টাকা।  

এর আগে বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়ায়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১১৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৮৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪২৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।

লেনদেন হয় মোট ৭০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৭০ কোটি ৫৯ লাখ টাকা।  

বাংলাদেশ সময় : ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪/আপডেটেড : ১৩৩৭ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।