ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সিএসই’র ইন্টারনেট ট্রেডিং মেলা ২২-২৩ অক্টোবর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪
সিএসই’র ইন্টারনেট ট্রেডিং মেলা ২২-২৩ অক্টোবর

ঢাকা: আগামী ২২ ও ২৩শে অক্টোবর ইন্টারনেট ট্রেডিং মেলার আয়োজন করবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ মেলা অনুষ্ঠিত হবে।

সিএসই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ মেলার আয়োজন করা হচ্ছে।

এতে দর্শনার্থীরা ইন্টারনেট ট্রেডিং সিস্টেমের (আইটিএস) মাধ্যমে সরাসরি লেনদেনের সুযোগ পাবেন। মেলায় দর্শনার্থীরা স্মার্ট ফোন, আইপ্যাড অথবা ল্যাপটপের মাধ্যমে সিএসই’র টিম আইটিএস ট্রেডিং হাতে-কলমে দেখতে পারবেন।

সিএসই সূত্রে জানা গেছে, আইটিএস মেলায় সিএসইর স্টেককহোল্ডার, বিভিন্ন আইটি কোম্পানি ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ৫০টি স্টল থাকবে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।