ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আইসিবির আট ফান্ডের সম্পদমূল্য প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
আইসিবির আট ফান্ডের সম্পদমূল্য প্রকাশ

ঢাকা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের নেট অ্যাসেট ভ্যালু বা প্রকৃত সম্পদমূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



এতে গত ২ অক্টোবর পর্যন্ত হিসাব অনুযায়ী ১০ টাকা অভিহিত মূল্যের আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের বিপরীতে সম্পদমূল্য জানানো হয়।

প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বাজারমূল্য অনুসারে ১৬৫১.৫৬ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২৫০.৮৭ টাকা।

দ্বিতীয়টির ইউনিট প্রতি নেট এনএভি বাজারমূল্য অনুসারে ৩৭৪.৩০ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ১৩২.৭৫ টাকা।

তৃতীয়টির এনএভি বাজারমূল্য অনুসারে ৩৭৯.৫৪ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৯০.১৮ টাকা।

চতুর্থটির এনএভি বাজারমূল্য অনুসারে ৩৪১.৮৫ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৯৪.৬৩ টাকা।  

পঞ্চমটির এনএভি বাজারমূল্য অনুসারে ২৮৪.৭০ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৭৬.৩৩ টাকা।  

ষষ্ঠটির এনএভি বাজারমূল্য অনুসারে ৭৬.৪৩ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩৭.২৪ টাকা।  

সপ্তমটির এনএভি বাজারমূল্য অনুসারে ১৩৪.৭৪ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৪৭.৪৭ টাকা।

সর্বশেষ অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি এনএভি বাজারমূল্য অনুসারে ৯২ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৪১.৯৮ টাকা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।