ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
সূচক কমলেও লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ঈদুল আজহার ছুটির পর রোববার প্রথম লেনদেনের দিন উভয় বাজারে সূচক ও অধিকাংশ শেয়ারের দর বাড়লেও দ্বিতীয় কার্যদিবস সোমবার কমেছে।

ঈদুল আজহা উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজার গত ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৯২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৯৯৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, কেপিসিএল, পিএলএফএসএল, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফিন্যান্স, ডেসকো, বেঙ্গল ইউন্ডসোর, ইসলামিক ফিন্যান্স ও আরএসআরএম স্টিল।

লেনদেন হয়েছে মোট এক হাজার ৯৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট এক হাজার ৭ কোটি ৭৪ লাখ টাকা।          

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দুই হাজার ০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪৫ পয়েন্ট হয়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ০৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪৬ পয়েন্ট হয়।

দুপুর ১২টা ২৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩০১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে এক হাজার ৯৯৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ২৩৮ পয়েন্ট হয়।

দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৫ হাজার ৩০৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪১ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ৯ হাজার ৯৩৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৮৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৫২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

লেনদেন হয় মোট ৬৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৫৯ কোটি ১৮ লাখ টাকা।         

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪/আপডেটেড : ১১৩৮ ঘণ্টা/আপডেটেড : ১২৩৩ ঘণ্টা/আপডেটেড : ১৩৩৭ ঘণ্টা/আপডেটেড : ১৫০০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।