ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মেট্রো সিকিউরিটিজ পরিচালকের ৫০ লাখ টাকা জরিমানা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
মেট্রো সিকিউরিটিজ পরিচালকের ৫০ লাখ টাকা জরিমানা

ঢাকা: বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের ঘটনার পরিপ্রেক্ষিতে সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজের (এসএমসিএসএল) নির্বাহী পরিচালক শামীম আহমেদকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় ১৪ অক্টোবর এ সিদ্ধান্ত নেয়া হয়।



পাশাপাশি, পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে শামীম আহমেদ আর কখনো জড়িত থাকতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

তার সব বিও হিসাবও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আটক থাকবে।

বিএসইসি সূত্র জানায়, এ সিকিউরিটিজ কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্টেকহোল্ডার। তাই বিএসইসি বিনিয়োগকারীদের শেয়ার এবং অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে সিএসইকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি এ বিষয়ে একটি প্রতিবেদন বিএসইসিকে দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।