ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

৫ বছর কর সুবিধা পাবে সিভিও পেট্রোকেমিক্যাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
৫ বছর কর সুবিধা পাবে সিভিও পেট্রোকেমিক্যাল

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল কোম্পানি আগামী পাঁচ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা পাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ অক্টোবর কর অব্যাহতি দেওয়ার বিষয়টি কোম্পানিকে অবহিত করেছে।



ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২ এপ্রিল থেকে ২০১৯ সালের ১ এপ্রিল পর্যন্ত কোম্পানিটি এ কর অব্যাহিত সুবিধা পাবে। এছাড়া কোম্পানির উৎপাদিত পরিশোধিত পণ্য সরবরাহ ও বিক্রয়ের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর কাটা হবে না।

গত ১৬ অক্টোবর এনবিআর সিভিও কর্তৃপক্ষ বরাবর সার্টিফিকেট ইস্যু করেছে।

এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সিভিও পেট্রোকেমিক্যাল নতুন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করায় পাঁচ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা পেতে যাচ্ছে। যে কোনো নতুন কোম্পানির জন্য এ নিয়ম প্রযোজ্য হয়। কর অব্যাহতির বিষয়ে কোম্পানি এনিবআর বরাবর আবেদন করেছিল।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।