ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্রোকারেজ হাউজগুলোর ব্যাক অফিস প্রস্তুত রাখার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
ব্রোকারেজ হাউজগুলোর ব্যাক অফিস প্রস্তুত রাখার নির্দেশ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য সব ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষকে তাদের ব্যাক অফিস প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (০৩ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।



ডিএসইতে অটোমেটেড ট্রেডিং সিস্টেম চালু করার জন্য ব্রোকারেজ হাউজগুলোর ব্যাক অফিস প্রস্তুত রাখতে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর ব্যাক অফিস চালুর প্রস্তুতি সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষকে ব্যাক অফিস বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডিএসই'র নতুন এই সফটওয়্যারের পরীক্ষামূলক ব্যবহার ব্রোকারেজ হাউজগুলোর ব্যাক অফিসের ওপর নির্ভর করছে। এ  বিষয়ে ব্রোকারেজ হাউজগুলোকে চিঠি ইস্যু করা হয়েছে।

** ডিসেম্বরে চালু হচ্ছে ডিএসইর নতুন সফটওয়্যার

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।