ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমছেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
সূচক কমছেই

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৭ নভেম্বর) মূল্যসূচক কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট কমে এক হাজার ৮২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ১৫৬ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- শাহজিবাজার পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন, যমুনা অয়েল, ফার্মা এইডস, ফু-ওয়াং ফুড, ডেসকো, তিতাস গ্যাস, নাভানা সিএনজি, জেএমআই সিরিঞ্জ ও বিইডিএল।

লেনদেন হয়েছে মোট ৬৯১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৭৫৩ কোটি ০২ লাখ টাকা।                         

এর আগে দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৮৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৬৩ পয়েন্ট হয়।

দুপুর ২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৮৩৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১৫৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬৯ পয়েন্ট কমে ৯ হাজার ২৯১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৭ পয়েন্ট কমে ১২ হাজার ৪৫৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১২৮ পয়েন্ট কমে ১৫ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

লেনদেন হয় মোট ৪৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ৫১ কোটি ৫১ লাখ টাকা।        

বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।