ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের খুদে বার্তায় তথ্য জানাবে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
বিনিয়োগকারীদের খুদে বার্তায় তথ্য জানাবে বিএসইসি

ঢাকা: শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মোবাইল ফোনের খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে লেনদেন সংক্রান্ত তথ্য সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।


 
এসএমএস সেবা ছাড়াও ইন্টারনেটে বিনিয়োগকাররি নির্দিষ্ট আইডিতে লগ-ইন করে নিজের বিও হিসাবের তথ্য দেওয়া হবে।
 
গত ১৭ নভেম্বর বিএসইসি’র পক্ষ থেকে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) একটি চিঠি ইস্যু করা হয়েছে।
 
পাশাপাশি আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিডিবিএলকে নির্দেশ দেওয়া হয়েছে।
 
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের সেবাগুলোকে বেনিফিয়েশারি ওনার্স (বিও) হিসাবধারী বিনিয়োগকারীদের কাছে অধিকতর জনপ্রিয়, সহজলভ্য ও ব্যবহার উপযোগী করার লক্ষ্যে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। এতে গ্রহক সংখ্যা বাড়তে পারে এবং গ্রাহকরা উপকৃত হবেন।
 
এ লক্ষ্যে সিডিবিএলকে যেসব পদক্ষেপ নিতে বলা হয়েছে তা হলো- বিনিয়োগকারীদের জন্য সংশ্লিষ্ট ডিপোজিটরি পার্টিসিপেন্টদের (ডিপি) কাছে সেবার আবেদনপত্র ও ফি জমা দেওয়ার পদ্ধতি প্রবর্তন করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা। সেবাগুলোকে আরও উন্নত এবং প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ করা। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের অবগতি ও সচেতনতার জন্য প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রোনিক মিডিয়া, উভয় স্টক এক্সচেঞ্জের ট্রেডিং ওয়ার্ক স্টেশনে স্ক্রল হিসেবে বহুল প্রচারের ব্যবস্থা করা।
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।