ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
সূচক বাড়ছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ নভেম্বর) মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিইডিএল, জেএমআই সিরিঞ্জ, খান ব্রাদার্স, ওয়েস্টার্ন মেরিন, বেক্সিমকো, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, সিভিও পেট্রোকেমিক্যাল, বেক্সিমকো ফার্মা ও আফতাব অটোমোবাইলস।

লেনদেন হয়েছে মোট ২৬৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৬২৭ কোটি ৯৯ লাখ টাকা।                            

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৩ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ১৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১১০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৫৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৯৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৬৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩০০ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।

লেনদেন হয় মোট ২৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৫১ কোটি ২২ লাখ টাকা।           

বাংলাদেশ সময় : ১১৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪/আপডেটেড : ১২২৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।