ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ ডিসেম্বর) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ১৫২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- গ্রামীণফোন, ইউনাইটেড লিজিং, বিডি থাই, কাশেম ড্রাইসেলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, হামিদ ফেব্রিক্স, সাইফ পাওয়ার, কেয়া কসমেটিকস, খান ব্রাদর্স ও ফু-ওয়াং ফুড।

লেনদেন হয়েছে মোট ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৪২৬ কোটি ৪৮ লাখ টাকা।        

এর আগে বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৭ পয়েন্ট হয়।

দুপুর ১২টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৭ পয়েন্ট হয়।

দুপুর সোয়া ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৫৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

লেনদেন হয় মোট ২৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৩২ কোটি ২৫ লাখ টাকা।                         

বাংলাদেশ সময় : ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪/আপডেটেড : ১২৪৩ ঘণ্টা/আপডেটেড : ১৩২৫ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।