ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সুহৃদের এজিএম-ইজিএম মুলতবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
সুহৃদের এজিএম-ইজিএম মুলতবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) মুলতবি ঘোষণা করা হয়েছে।

২০ ডিসেম্বর কোম্পানির এজিএম ও ইজিএম হওয়ার কথা ছিল।

এজিএম-ইজিএম এর নতুন তারিখ পরে নোটিশ আকারে জানাবে বলে কোম্পানিটি জানিয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এদিকে কোম্পানির পরিচালনা পর্ষদের একটি অংশ শনিবার এজিএম-ইজিএম করেছে। নতুন পর্ষদে ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানকে ব্যবস্থাপনা পরিচালক ও তুহিন রেজাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

অন্যদিকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হকের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্ত কমিটির দুই সদস্য হলেন- বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল। কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।