ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন সামান্য বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
সূচক ও লেনদেন সামান্য বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ ডিসেম্বর) মূল্যসূচক ও লেনদেন সামান্য বেড়ে দিন শেষ হয়েছে।
 
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০২ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৮ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।
 
টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার ফার্মা, আইডিএলসি, আরএকে সিরামিকস, কেয়া কসমেটিকস, অগ্নি সিস্টেম, বেক্স ফার্মা, এমজেএলবিডি এবং তুংহাই নিটিং।
 
লেনদেন হয়েছে মোট ২৬৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৩৭ কোটি ৮৮ লাখ টাকা।              
 
সিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৫১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৭৬ পয়েন্টে অবস্থান করে।
 
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।
 
লেনদেন হয় মোট ২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২১ কোটি ৭২ লাখ টাকা।                               
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।