ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আমরা টেকনোলজিস লিমিটেডের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
আমরা টেকনোলজিস লিমিটেডের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বুধবার ঢাকায় স্পেকট্রা কনভেনশন সেন্টারে আমরা টেকনোলজিস লিমিটিডের (এটিএল) ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৪ অর্থ বছরে কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়েছে।



‘আমরা টেকনোলজিস লিমিটেডের’ চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ।

এসময় তিনি ২০১৪ আর্থিক বছরে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং ২০১৫ সালের প্রবৃদ্ধি পরিকল্পনা এবং তা বাস্তবায়ন সম্পর্কে অবহিত করেন।

সভায় বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার অংশ নেন।

প্রতিষ্ঠানের অগ্রগতিতে শেয়ার হোল্ডারদের অবদান, সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকায় আমরা টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমরা টেকনোলজিস লিমিটিডের পরিচালক ফাহমিদা আহমেদ ও সৈয়দ মুনিরা আহমেদ, গ্রুপের আর্থিক কর্মকর্তা জহুরুল সৈয়দ বখত এবং কোম্পানি সচিব মো: এনামুল হক।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।