ঢাকা: অস্বাভাবিকভাবে বস্ত্র খাতের অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার দর বাড়ার কারণ অনুসন্ধানে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কমিশনের ৫৩৫তম সভায় পৃথক দুটি কমিটি গঠন করা হয়।
প্রতি কমিটিতে দুইজন সদস্য রাখা হয়েছে। নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম মজুমদার ও সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন।
এদিকে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বিএসইসির উপ-পরিচালক মোল্লাহ মিরাজ উজ সুন্নাহ ও সহকারী পরিচালক মো. রাকিবুর রহমানকে।
উভয় কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় : ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫