ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আনিস আহমেদই সুহৃদের চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
আনিস আহমেদই সুহৃদের চেয়ারম্যান

ঢাকা: প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. আনিস আহমেদই হয়েছেন। এছাড়া কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দা সায়মা।



রোববার (১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

গত ৭ জানুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৫ বছর চেয়ারম্যান ও এমডি পদে বহাল থাকবেন যথাক্রমে আনিস ও সৈয়দা সায়মা।
গত ২০ ডিসেম্বর গাজিপুরের কোনাবাড়িতে কোম্পানির চতুর্থ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন চেয়ারম্যান মো. তুহিন রেজা ও ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হাসানকে নির্বাচিত করা হয়েছিল।

তবে সভা দুটি প্রভাব খাটিয়ে করা হয়েছে বলে অভিযোগ করেন কোম্পানির চেয়ারম্যান আনিস। পরবর্তীতে আনিস আহমেদ এজিএম ও ইজিএম স্থগিত ঘোষণা করেন।
পরবর্তীতে গত ২ জানুয়ারি কোম্পানির চেয়ারম্যান ও এমডি নির্বাচনের বিষয়ে ধানমন্ডি থানায় মামলা করা হয়। কোম্পানি আইন ১৯৯৪-এর সেকশন ৮১ এবং সেকশন ৮৫(৩) অনুযায়ী হাইকোর্ট আনিস আহমেদের আবেদন অনুমোদন করে।

বাংলাদেশ সময় : ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।