ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার কোম্পানির ঘোষিত লভ্যাংশ তাদের বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৪ সমাপ্ত অর্থবছরে ১৮ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করে।
যা গত ১৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দেওয়া হয়। ওইদিন সকাল ১০টায় গাজীপুরের ফখরুদ্দীন অ্যান্ড সন্স কমিউনিটি সেন্টারে এই সভা শুরু হয়। এজন্য রেকর্ড ডেট ছিল গত ১৯ নভেম্বর।
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৯ পয়সা।
বাংলাদেশ সময় : ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫