ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচক বাড়লেও লেনদেন কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
সূচক বাড়লেও লেনদেন কমেছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) মূল্যসূচক বাড়লেও আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ কিছুটা কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ওয়েস্টার্ন মেরিন, সাইফ পাওয়ারটেক, বিইডিএল, কেপিপিএল, আইডিএলসি, অলটেক্স, ডেসকো, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা ও বেক্সিমকো ফার্মা।

লেনদেন হয়েছে মোট ৪০৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৪১৭ কোটি ০১ লাখ টাকা।        

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৭ পয়েন্ট হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৪০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৮৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

লেনদেন হয় মোট ৩০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৩০ কোটি ৮০ লাখ টাকা।        

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫/আপডেটেড : ১৫০৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।