ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সূচক কমলেও লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ জানুয়ারি) মূল্যসূচক কমলেও আগের কার্যদিবসের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে এক হাজার ৮০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ১৫৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ন্যাশনাল ফিড মিল, সিভিও পেট্রোকেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, অগ্নি সিস্টেমস, ওয়েস্টার্ন মেরিন, ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিবিএস, ফার্মা এইড ও অলটেক্স।

লেনদেন হয়েছে মোট ২৮৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৫১ কোটি ৪৪ লাখ টাকা।           

এর আগে বেলা ১১টা ০১ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯০৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৮১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৬০ পয়েন্ট হয়।

দুপুর ১টা ০৯ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে এক হাজার ৮০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ১৫১ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৯৮ পয়েন্ট কমে ৯ হাজার ৩৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২৭ পয়েন্ট কমে ১২ হাজার ৩৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৫২ পয়েন্ট কমে ১৪ হাজার ৯২৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

লেনদেন হয় মোট ২৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ১৬ কোটি ১৪ লাখ টাকা।           

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫/আপডেটেড : ১৩১৭ ঘণ্টা/আপডেটেড : ১৪৩৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।