ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সূচকে ওঠানামা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ জানুয়ারি) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- জিএসপি ফিন্যান্স, সিঅ্যান্ডএ টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, বেঙ্গল উইন্ডসোর, সাইফ পাওয়ার, বিএসসি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও ন্যাশনাল ফিড মিল।

লেনদেন হয়েছে মোট ১২০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২০৪ কোটি ৩৬ লাখ টাকা।    

এর আগে বেলা ১১টা ০৭ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১১ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৬০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৫০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৫২ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

লেনদেন হয় মোট ১২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২০ কোটি ২৮ লাখ টাকা।                 

বাংলাদেশ সময় : ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫/আপডেটেড : ১৩২১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।