ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

১ এপ্রিল থেকে আইপিও আবেদন বাণিজ্যিক ব্যাংকে নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
১ এপ্রিল থেকে আইপিও আবেদন বাণিজ্যিক ব্যাংকে নয়

ঢাকা: আগামী ১ এপ্রিল থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যাবে না। এর ফলে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমেই বিনিয়োগকারীদের আইপিও আবেদনের টাকা জমা দিতে হবে।



মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কমিশন আইপিও আবেদন পদ্ধতি কিছু পরিবর্তনসহ অনুমোদন করেছে। আগামী ১ এপ্রিল থেকে ব্যাংকের মাধ্যমে আইপিওর টাকা জমা দেওয়া যাবে না। ফলে আবেদন জমা দেওয়ার তারিখ থেকে রিফান্ড বিতরণ পর্যন্ত প্রয়োজনীয় সময়সীমা অনেকাংশে হ্রাস পাবে।

বাংলাদেশ সময় : ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।