ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার (১ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৯ পয়েন্ট কমে এক হাজার ৭১৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৯৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ২৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- লাফার্জ সুরমা, সিঅ্যান্ডএ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, বিএসসিসিএল, ন্যাশনাল ফিড, বেক্সিমকো, সাইফ পওয়ার ও সামিট অ্যালায়েন্স পোর্ট।
লেনদেন হয়েছে মোট ১০৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২০৬ কোটি ৫৭ লাখ টাকা।
এর আগে বেলা ১১টা ০১ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৭২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ১০৩ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ১২২ পয়েন্ট কমে ৮ হাজার ৬১৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৪০ পয়েন্ট কমে ১১ হাজার ৬০২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২৭ পয়েন্ট কমে ১৪ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।
লেনদেন হয় মোট ৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ১৭ কোটি ৮৮ লাখ টাকা।
রোববার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। ঘোষণা অনুযায়ী যা চলবে বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।
গত শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫/আপডেটেড : ১৩০৮ ঘণ্টা