ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

হরতালের দ্বিতীয় দিনেও কমছে সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
হরতালের দ্বিতীয় দিনেও কমছে সূচক

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবারও (২ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৬২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে এক হাজার ৭০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৯২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- সিভিও পেট্রোকেমিক্যাল, সিঅ্যান্ডএ টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা, ন্যাশনাল ফিড, বেক্সিমকো, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, সামিট অ্যালায়েন্স পোর্ট ও ওয়েস্টার্ন মেরিন।

লেনদেন হয়েছে মোট ১৬৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ১৮৪ কোটি ৬৮ লাখ টাকা।        

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২২ পয়েন্ট কমে এক হাজার ৭০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৮৬ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯৫ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে এক হাজার ৬৯৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৮৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৯ পয়েন্ট কমে ৮ হাজার ৫৫৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৩ পয়েন্ট কমে ১১ হাজার ৫২৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০১ পয়েন্ট কমে ১৪ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

লেনদেন হয় মোট ১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ১৫ কোটি ৯৪ লাখ টাকা।                     

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী যা চলবে বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫/আপডেটেড : ১২০৫ ঘণ্টা/আপডেটেড : ১৩৩৯ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।