ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

টপ লুজারে আইসিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
টপ লুজারে আইসিবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করে।

এদিন এ শেয়ারের দর ১ হাজার ২১২ টাকা ১০ পয়সা বা ৮৯ দশমিক ৩৯ শতাংশ হারিয়ে সর্বশেষ লেনদেন হয় ১৪৩ টাকা ৯০ পয়সায়।



দিনভর এই শেয়ার ১৩৬ টাকা ৫০ পয়সা থেকে ১৪৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এদিন এর শেয়ার দর ১৫ টাকা কমে সর্বশেষ লেনদেন হয় ১৭২ টাকা ৫০ পয়সায়।

দিনভর এ শেয়ার ১৭০ টাকা থেকে ১৮৮ টাকায় লেনদেন হয়।  
 
এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল বিডি অটোকারস, চতুর্থ খান ব্রাদার্স,, পঞ্চম সিঅ্যান্ডএ টেক্সটাইল, ষষ্ঠ ইউনাইটেড ইন্স্যুরেন্স, সপ্তম মেঘনা কনডেন্সড মিল্ক, অষ্টম মেঘনা পেট, নবম জেমিনি সি ফুড এবং দশম স্থানে ছিল পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
 
বাংলাদেশ সময় : ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।