ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানি প্রথম প্রান্তিকের (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১৪) আনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী জেমিনি সি ফুড কোম্পানির লোকসান হয়েছে এবং ইফাদ অটোমোবাইলের মুনাফা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জেমিনি সি ফুড: প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কর পরবর্তী কোম্পানির লোকসান হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১৭ লাখ ৭০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১.৬১ টাকা।
কোম্পানির হিসাব মতে এ মুহূর্তে পুঞ্জিভূত লোকসান আছে এক কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।
ইফাদ অটো: প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কর পরবর্তী কোম্পানির মুনাফা হয়েছে ৫ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১০ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা এবং ইপিএস ছিল ১.০৯ টাকা।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫