ঢাকা: দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৬৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ একই অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৯৫ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দেয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২১ এপ্রিল গ্রামীণফোনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর বারিধারার বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ এ সভাটি হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ৯৮০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা ও প্রতি শেয়ারে আয় হয়েছে ১৪ টাকা ৬৭ পয়সা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ২৩ টাকা ২৩ পয়সা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২৩ টাকা ১৫ পয়সা।
বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫