ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ ফেব্রুয়ারি) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৮০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৪৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, ইফাদ অটোস, ন্যাশনাল ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল, বিএসসিসিএল, ওয়েস্টার্ন মেরিন, আমরা টেকনোলজি, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা ও বেক্সিমকো ফার্মা।
লেনদেন হয়েছে মোট ২৬৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৩২৫ কোটি ৯৮ লাখ টাকা।
এর আগে বেলা ১১টা ৪১ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৮০৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৪৯ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৬ পয়েন্ট কমে ১২ হাজার ৩৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
লেনদেন হয় মোট ২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৮ কোটি ৬০ লাখ টাকা।
বাংলাদেশ সময় : ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫