ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে নিম্নগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
সূচকে নিম্নগতি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ ফেব্রুয়ারি) মূল্যসূচকে নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১১টা ৫৭ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৭৮৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ১৩৬ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বঙ্গজ, বেক্সিমকো, ওয়েস্টার্ন মেরিন, শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল ফিড, ইফাদ অটোস, সিভিও পেট্রোকেমিক্যাল, লাফার্জ সুরমা, সিঅ্যান্ডএ টেক্সটাইল ও আরএকে সিরামিকস।

লেনদেন হয়েছে মোট ৯৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস রোববার (১৫ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ২৬৪ কোটি ৬৬ লাখ টাকা।                

এর আগে বেলা ১১টা ০৪ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৮০১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৫ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১১টা ৫৮ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে ৮ হাজার ৯১৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ১২ হাজার ০৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭০৯ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

লেনদেন হয় মোট ৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ৩৩ লাখ টাকা।                               

বাংলাদেশ সময় : ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫/আপডেটেড : ১২০৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।