ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সূচকে ওঠানামা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৮৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বেক্সিমকো, আমরা টেকনোলজি, সিঅ্যান্ডএ টেক্সটাইল, সিভিও পেট্রোকেমিক্যাল, ইফাদ অটোস, অগ্নি সিস্টেমস, ওয়েস্টার্ন মেরিন, বঙ্গজ, ন্যাশনাল ফিড ও বিএসসিসিএল।

লেনদেন হয়েছে মোট ৮৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস সোমবার (১৬ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ২৮০ কোটি ২৭ লাখ টাকা।                

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৫৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৭৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১২৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫৯ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৭৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৪২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৩৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

লেনদেন হয় মোট ৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৪ কোটি ১৮ লাখ টাকা।                              

বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫/আপডেটেড : ১২১২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।