ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
লেনদেন বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৭৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৩৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- শাহজিবাজার পাওয়ার, সিটি ব্যাংক, বিএসসিসিএল, ইফাদ অটোস, আইডিএলসি, বেক্সিমকো, আমরা টেকনোলজি, ইউসিবিএল, এবি ব্যাংক ও বেক্সিমকো ফার্মা।

লেনদেন হয়েছে মোট ২৫৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ২৪৮ কোটি ৬৭ লাখ টাকা।                 

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৯৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩৯ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭০৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।

লেনদেন হয় মোট ২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ১৫ কোটি ৪৬ লাখ টাকা।                               

বাংলাদেশ সময় : ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।