ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

সূচকে নিম্নগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
সূচকে নিম্নগতি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ ফেব্রুয়ারি) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৩ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৭৭৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১৩৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, এসিআই, লাফার্জ সুরমা, বিএসসিসিএল, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, সিঙ্গার বাংলাদেশ, এসিআই ফর্মুলেশন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট ও আমরা টেকনোলজিস।

লেনদেন হয়েছে মোট ২৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
আগের কার্যদিবস মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) লেনদেন হয়েছিল মোট ৩০৯ কোটি ১১ লাখ টাকা।                    

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৭৯২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ১৪০ পয়েন্টে স্থির হয়।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে ৮ হাজার ৮৪৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭০ পয়েন্ট কমে ১২ হাজার ৮৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৪৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

লেনদেন হয় মোট ১৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৩ কোটি ৫০ লাখ টাকা।

বাংলাদেশ সময় : ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।