ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

শেয়ারবাজার

শাশা ডেনিমসের লেনদেন শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
শাশা ডেনিমসের লেনদেন শুরু বৃহস্পতিবার

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত শাশা ডেনিমসের শেয়ার লেনদেন বৃহস্পতিবার (৫ মার্চ) শুরু হবে।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।



গত ১৮ জানুয়ারি রোববার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহে শেয়ার ইস্যু করেছিল। বিপরীতে মোট ৯৬৩ কোটি ২৭ লাখ টাকার আবেদন জমা পড়েছে। যা চাহিদার তুলনায় ৫ দশমিক ৫০ গুণ বেশি।
 
এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ৭২০ কোটি ২১ লাখ ৪ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা ৮০ কোটি ৭৯ লাখ ৫ হাজার টাকা, প্রবাসী বিনিয়োগকারীরা ৫০ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড ১১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার আবেদন জমা দিয়েছে।
 
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে শেয়ার ইস্যু করেছে।
 
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।
 
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।

বাংলাদেশ সময় : ১০২৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।