ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ান ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল সকাল ১১ টায় রাজধানীর ইস্কার্টন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ কনভেনশেন হলে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ।
গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৯৫ টাকায়।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫