ঢাকা: বস্ত্র খাতের কোম্পানি হাবীব গ্রুপের কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের(আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার(২৪ আগস্ট’২০১৫) বিএসইসির ৫৫২তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৯২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩৩ টাকা ১৭ পয়সা।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এনএস/