ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

গেইনার শীর্ষে অ্যাপেক্স ফুডস, লুজারে সমতা লেদার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
গেইনার শীর্ষে অ্যাপেক্স ফুডস, লুজারে সমতা লেদার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুডস মঙ্গলবার(২৫ আগস্ট’২০১৫) টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এদিন শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৯৭ শতাংশ।



অন্যদিকে লুজারের শীর্ষে অবস্থান করছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ২ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ৭৩ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, অ্যাপেক্স ফুডসের শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৭১ টাকা ৫০ পয়সা দরে। ৩ লাখ ৮৩ হাজার ৩৫টি শেয়ার ১ হাজার ৬৫০ বারে লেনদেন হয়।

গেইনার তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে য়থাক্রমে ইবনে সিনা ও ইস্টার্ণ লুব্রিকেন্টস।

এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সমরিতা হাসপাতাল, এপেক্স ট্যানারি, আইসিবি, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, সাফকো স্পিনিংস এবং কাশেম ড্রাইসেলস।

অন্যদিকে লুজারের দ্বিতীয় ও ৩য়  স্থানে রয়েছে যথাক্রমে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স।

লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আল-হাজ্ব টেক্সটাইল, ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এসিআই ফরমুলেশনস এবং থার্ড আইসিবি মিউচ্যুয়াল ফান্ড।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।