ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

আবার কমেছে লেনদেন, বেড়েছে সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আবার কমেছে লেনদেন, বেড়েছে সূচক

ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো উর্ধ্বমুখী ধারায় দেখা দিয়েছে উভয় শেয়ারবাজারের মূল্য সূচক। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেন।



বৃহস্পতিবার(২৭ আগস্ট’২০১৫) লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক বেড়েছে ৭ পয়েন্ট। আর লেনদেন কমেছে ১০ কোটি ১৭ লাখ টাকা।

মোট লেনদেন হয়েছে ৪২১ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন হওয়া ১৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত আছে ৫৭টি কোম্পানির শেয়ার দর।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৮ লাখ টাকা। আগের দিন এ বাজারটিতে লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ সিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে।
 
এই বাজারটিতে লেনদেনের মতোই বেড়েছে মূল্য সূচকের পরিমাণ। দিন শেষে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ৮ পয়েন্ট। সিএসইতে লেনদেন হওয়া ১০৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত আছে ৪১ টির।
 
বাজার পর্যালোচনা দেখা যায়, বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ডিএসইতে মূল্য সূচকে উর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপর বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৩ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ১৬ পয়েন্ট।
 
বেলা ১১টা ১০ মিনিটে বাড়ে ১৭ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ৮ পয়েন্ট। সাড়ে ১১টায় বাড়ে ৭ পয়েন্ট। বেলা ১১টা ৫৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। দুপুর ১২টায় বাড়ে ৫ পয়েন্ট।
 
এরপর কিছুটা নিম্নমুখী হয় সূচক। দুপুর ১২টা ৩৮ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট পড়ে যায়। অবশ্য আধা ঘণ্টার ব্যবধানে আবার উর্ধ্বমুখী হয় সূচক।
 
দুপর ২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৬ পয়েন্ট এবং দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, খান ব্রাদার্স, গ্রামীণ ফোন,  ইউসিবিএল, ইউনাইটেড পাওয়ার ও ফার কেমিক্যাল।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এএসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।