ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় নিম্নমুখী সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
প্রথম ঘণ্টায় নিম্নমুখী সূচক

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে উভয় শেয়ারবাজারে মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। যা লেনদেনের প্রথম ঘণ্টা শেষেও অব্যহত রয়েছে।


 
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ২৮ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘণ্টায় সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ৪১ পয়েন্ট।
 
এদিন লেনদেনের প্রথম ৫ মিনিটেই (১০টা ৩৫ মিনিট) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে যায়। ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ১ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে কমে ৬ পয়েন্ট।
 
এরপর সূচকের এ পতন প্রবণতা আরও ত্বরান্বিত হয়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক কমে ১৬ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে কমে ২৩ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে কমে ২৫ পয়েন্ট।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬৭ পয়েন্টে অবস্থান করছে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১৯ কোটি ১১ লাখ টাকা। লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। অপরদিকে দাম বেড়েছে ৫২টি এবং অপরিবর্তীত আছে ৪৩টি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- আমান ফিড, এসপিসিএল, আলহাজ্ব টেক্সটাইল, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম, আনোয়ার গ্যালভানাইজিং, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার ও ইউনাইটেড পাওয়ার।
 
অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪০ পয়েন্ট কমে ৮ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১৭ লাখ টাকা।
 
লেনদেন হওয়া ২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১০০টি এবং অপরিবর্তীত আছে ২৫টি।
 
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।