ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শেয়ারবাজার

গ্রামীণফোনের বোর্ডসভা ১৮ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
গ্রামীণফোনের বোর্ডসভা ১৮ অক্টোবর

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোন বোর্ডসভা ডেকেছে। স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশন-১৬ (১) অনুযায়ী এ সভা ডেকেছে প্রতিষ্ঠানটি।



আগামী ১৮ অক্টোবর (রোববার) সভাটি অনুষ্ঠিত হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

পরিচালনা পর্ষদের এ সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করা বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

সভা থেকে ২০১৫ সালের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

গত বছর বিনিয়োগকারীদের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় গ্রামীণফোন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।