ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৭২ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৭২ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৬ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। তবে লেনদেনে বেশ ধীরগতি দেখা দিয়েছে।


 
প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৭২ কোটি টাকা। আর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৬ পয়েন্ট।
 
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এ বাজারটিতে এক ঘণ্টায় সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ২ পয়েন্ট। লেনদেন হয়েছে মাত্র ৪ কোটি টাকা।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ১২ পয়েন্ট। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট।
 
এরপর বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ১৯ পয়েন্ট। বেলা ১১টা ১০ মিনিটে বাড়ে ১৩ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ১ পয়েন্ট।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭১ পয়েন্টে অবস্থান করছে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৪৪ লাখ টাকা। লেনদেন হওয়া ৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১৮টি এবং অপরিবর্তীত আছে ৬৮টি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, সাইফ পাওয়ার, বিএসআরএম, প্রিমিয়ার সিমেন্ট, আমান ফিড, আইডিএলসি ও ফার কেমিক্যাল।
 
অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৯ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩১ লাখ টাকা।
 
লেনদেন হওয়া ৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৭৬টি এবং অপরিবর্তীত আছে ৩৬টি।
 
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।