ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ফের সূচকের সঙ্গে কমেছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
ফের সূচকের সঙ্গে কমেছে লেনদেন

ঢাকা: দু’দিন ঊর্ধ্বমুখী থাকার পর ফের পতন প্রবণতা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। বুধবার (০৭ অক্টোবর) দুই বাজারেই মূল্য সূচকের বড় পতন ঘটেছে।

সেই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।

বুধবার লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৩২ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ৬৬ পয়েন্ট।

এদিকে সূচকের মতোই ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। এই বাজারটিতে মোট লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৬৯ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৭ কোটি ১৪ লাখ টাকা কম।

দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ১৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। আর দাম বেড়েছে ১০২টির এবং অপরিবর্তীত আছে ৩৪টি।

অপর শেয়ারবাজার সিএসইতে সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। এই বাজারটিতে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬২ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৯৬ লাখ টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট আগের দিনের তুলনায় দর হারিয়েছে। অপরদিকে দাম বেড়েছে ৮৩টির এবং অপরিবর্তীত আছে ১৯টি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ডিএসইতে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে যায়।

তবে পরের মিনিটেই ঘুরে দাঁড়ায় সূচক। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২ পয়েন্ট।

এরপর আবার নিম্নমুখী হয়ে পড়ে সূচক। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ৯ পয়েন্ট। ১০টা ৫৫ মিনিটে কমে ১২ পয়েন্ট। বেলা ১১টায় কমে ৮ পয়েন্ট।

এ পর্যায়ে এসে আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ২ পয়েন্ট।

তবে ৫ মিনিটের ব্যবধানে আবার নিম্নমুখী হয়ে পড়ে সূচক। বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে যায়। এরপর আর ঊর্ধ্বমুখী হয়নি সূচক।

দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক কমে ৩ পয়েন্ট। দুপুর ১টায় কমে ৭ পয়েন্ট। ২টায় কমে ২৫ পয়েন্ট এবং লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট কমে ৪ হাজার ৮’শ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে।

 ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম স্টিল, এসপিসিএল ও বেক্সিমকো।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।