ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের বড় পতনে শুরু সপ্তাহের প্রথম কার্যদিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
সূচকের বড় পতনে শুরু সপ্তাহের প্রথম কার্যদিবস

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১১ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শুরুতে মূল্য সূচকের বড় পতন প্রবণতা দেখা দিয়েছে।
 
প্রথম ঘণ্টার লেনদেনে দুই বাজারেই লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট দর হারিয়েছে।

এ সময়ে ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ৫৫ পয়েন্ট, আর সিএসইতে সিএসইএক্স সূচক কমেছে ১১২ পয়েন্ট।
 
অপরদিকে ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন হয়েছে ৮৯ কোটি ৪৬ লাখ টাকার। লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড আগের দিনের তুলনায় দর হারিয়েছে। দাম বেড়েছে ৪৫টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৩টির।
 
অপর দিকে সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১১ কোটি ৬ লাখ টাকার। লেনদেন হওয়া ১১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড আগের দিনের তুলনায় দর হারিয়েছে। দাম বেড়েছে ২৭টির এবং অপরিবর্তীত রয়েছে ১২টি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট পড়ে যায়।
 
এরপর টানা নিম্নমুখীতায় বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ১৯ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে কমে ৩৩ পয়েন্ট। ১০টা ৫৫ মিনিটে কমে ২৯ পয়েন্ট। বেলা ১১ টায় কমে ২৬ পয়েন্ট।
 
সূচকের এ নিম্নমুখীতা অব্যাহত থাকায় বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট কমে যায়। ১১টা ২০ মিনিটে কমে ৪৬ পয়েন্ট।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৫ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- লাফার্জ সুরমা সিমেন্ট, মোজাফ্ফর হোসেন স্পিনিং, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, জিপি, ট্রাস্ট ব্যাংক, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ার, বিএসআরএম ও  আমান ফিড।
 
অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১১২ পয়েন্ট কমে ৮ হাজার ৮’শ পয়েন্টে অবস্থান করছে।
 
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এএসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।