ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শুরুতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

প্রথম ঘণ্টার লেনদেনে দুই বাজারেই লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট দর বেড়েছে।

এ সময়ে ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ২৪ পয়েন্ট। আর সিএসইতে সিএসইএক্স সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট।

অপরদিকে ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১১৪ কোটি ৪৫ লাখ টাকার। লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির।

অপর বাজার সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৮ কোটি ২৭ লাখ টাকার। লেনদেন হওয়া ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড’র দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৩১টির এবং অপরিবর্তিত আছে ২৫টি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট পড়ে যায়।

অবশ্য ১০ মিনিটের ব্যবধানেই ঊর্ধ্বমুখী হয় সূচক। ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে যায়। সূচকের এ ঊর্ধ্বমুখীতা লেনদেনের প্রথম এক ঘণ্টা অব্যহত রয়েছে।

টানা ঊর্ধ্বমুখীতায় ১০টা ৫৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৮ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ২৩ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে বাড়ে ২৪ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ১৬ পয়েন্ট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম স্টিল, ইমারেল্ড অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, ওয়ান ব্যাংক, মোজাফ্ফর হোসেন স্পিনিং, প্রিমিয়ার সিমেন্ট, বিএসসিসিএল ও বিএসআরএম।

অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৫১ পয়েন্টে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।