ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মাইডাস ফাইন্যান্সের বোর্ডসভা ২২ অক্টোবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
মাইডাস ফাইন্যান্সের বোর্ডসভা ২২ অক্টোবর

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্স বোর্ডসভার তারিখ ঘোষণা করেছে। স্টক এক্সচেঞ্জ রেগুলেশন ১৯(১) অনুযায়ী আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এ বোর্ডসভা করবে প্রতিষ্ঠানটির পরিচালক পর্ষদ।



ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, ওইদিন বিকেল সাড়ে ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হবে।

সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বিষয়ক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া প্রতিষ্ঠানটি গত তিন বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ায় বতর্মানে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে এ কোম্পানির শেয়ার।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।