ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

মূল্যবৃদ্ধির কারণ জানা নেই কেঅ্যান্ডকিউ’র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
মূল্যবৃদ্ধির কারণ জানা নেই কেঅ্যান্ডকিউ’র

ঢাকা: শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে কোনো কারণ জানা নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিষ্ঠান কেঅ্যান্ডকিউ।

এ বিষয়ে ডিএসই জানায়, কোম্পানিটির শেয়ারের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কারণ জানতে চেয়ে কর্র্তৃপক্ষকে চিঠি দেয় ডিএসই।

উত্তরে কোনো কারণ জানা নেই বলে কর্তৃপক্ষকে জানানো হয়।

গত ২০ সেপ্টেম্বর কেঅ্যান্ডকিউ’র শেয়ারের দর ছিল ১৫.৪০ টাকা। এরপর ১৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দেড় টাকার বেশি বৃদ্ধি পেয়ে ১৭ টাকায় লেনদেন হয়।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
জেডএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।