ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কারিগরি ত্রুটিতে বন্ধ ডিএসই’র লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
কারিগরি ত্রুটিতে বন্ধ ডিএসই’র লেনদেন

ঢাকা: কারিগারি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২২ নভেম্বর) লেনদেন শুরু হয়নি।

ডিএসইর লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা সাড়ে ১১টায়ও লেনদেন শুরু হয়নি।



ডিএসই’র জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান বাংলানিউজকে জানান, কারিগরি ত্রুটির কারণে লেনদেন শুরু করা যাচ্ছে না।

সমস্যা সমাধানে ডিএসইর বিশেষজ্ঞ দল কাজ করছে বলেও জানান তিনি। তবে কখন লেনদেন শুরু হবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে তিনি বলেন, সমস্যার সমাধান হয়ে গেলেই লেনদেন শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।