ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এক ঘণ্টায় ডিএসইতে একশ কোটি টাকার লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এক ঘণ্টায় ডিএসইতে একশ কোটি টাকার লেনদেন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শুরুতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
 
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক ঘণ্টায় আগের দিনের তুলনায় বেড়েছে ১৭ পয়েন্ট।

আর সিএসইতে সিএসইএক্স সূচক বেড়েছে ১৯ পয়েন্ট।
 
অপরদিকে ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১০১ কোটি ৪ লাখ টাকা। লেনদেন হওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৭৪টির এবং অপরিবর্তীত রয়েছে ৪৩টি।
 
অপর বাজার সিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৭ কোটি ৪৮ লাখ টাকার। লেনদেন হওয়া ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড’র দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৪১টির এবং অপরিবর্তীত আছে ২১টি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে বাড়ে ১৭ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে বাড়ে ২০ পয়েন্ট।
 
এরপর সূচক কিছুটা নিম্নমুখী হয়ে বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ১০ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১১টা ২০ মিনিটে বাড়ে ৯ পয়েন্ট।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ০৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- কেডিএস, এএফসি অ্যাগ্রো, সি অ্যান্ড এ টেক্সটাইল, সামিট পাওয়ার, ইফাদ অটোস, ট্রাস্ট ব্যাংক, আরএসআরএম স্টিল, এমআই সিমেন্ট, ইমারেল্ড ওয়েল ও কাশেম ড্রাইসেল।
 
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এএসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।